Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ছাগল চুরির অভিযোগে দুই শিশু কে গাছে বেঁধে নির্যাতন !

MEHADI HASAN
এপ্রিল ১৪, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে ছাগল চুরির অপরাধে দুই শিশু কে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই দুই শিশুরা হলো উপজেলার পদ্দবিলা গ্রামের আসাদের ছেলে আজিজুর (১৩) ও সারুলিয়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে জয় শিকদার (১৪)। ইতোমধ্যে শিশু নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ওইদিন দুপুরে উপজেলার এড়েন্দা গ্রামের জহুর শেখ এর স্ত্রী দোলেনা বেগমের ২ টি ছাগল আজিজুর ও জয় চুরি করে পালানোর চেষ্টা করছিল এমন অভিযোগের ভিত্তিতে ওই দুই শিশু কে গাছের সাথে বেঁধে ওই পরিবারের লোকসহ স্থানীয়রা বেধড়ক মারপিট করে পুলিশে দেয়। পরদিন বুধবার ওই দুই শিশুর বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না থাকায় লোহাগড়া থানা পুলিশ তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়। এরপর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শিশু আজিজুর এর পিতা বাদি হয়ে ৫ জন কে আসামী ও অজ্ঞাত আরো ৩/৪ জন কে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী আজিজুর এর পিতা বলেন,আমার ছেলেকে বিনা অপরাধে ওরা গাছের সাথে বেঁধে মেরেছে। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই।

শিশু আজিজুর কান্না জড়িত কণ্ঠে  বলে, আমি ছাগল চুরি করিনাই তারপরও ওরা আমাকে এবং জয় কে গাছের সাথে বেঁধে অনেক মেরেছে। অপর শিশু জয় বলে, আমাকে মেরে আমার হাতের আঙুল ভেংগে দিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে নবধারা কে বলেন, শিশু আজিজুর এর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন মামলা দায়েরের পর শিশু সহ মোট ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।