নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামি মিথুন মল্লিক ২১ আজ আদালতে আত্মসমর্পণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিতুল মল্লিক (২১) টুঙ্গিপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ একেএম নাসিম বলেন, আমরা আসামি ধরতে দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ছিলাম, নিরুপায় হয়ে আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে রিমান্ডের দাবি জানাবো। এদিকে ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা মামলার বাদী জানান, এ মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় আমি সন্তুষ্টি প্রকাশ করছি। আশা করি মামলার অন্য দুই আসামি কে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি স্কুল ছাত্রীকে চেতনা নাশক দিয়ে ধর্ষণ করে মিতুল মল্লিক (২২)। তাকে এ সময় সহযোগিতা করে মিতুলের বন্ধু রাজিব শেখ (২৩) ও রসুল খান (২১)। গত ২০ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। রাজনৈতিক আবরনে ধামাচাপা দেয়ার চেষ্টা চললে ২২ ফেব্রুয়ারি তার সহপাঠীরা মানববন্ধন করতে রাস্তায় নেমে আসেন।
প্রধান আসামী পুলিশ হেফাজতে আশায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।