Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

 গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার গোপালগঞ্জে : ০৩ মাসের সাজা

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গাঁজাসহ ইউ.পি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম সরোয়ার মোল্লাকে (৩৩) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে টুঙ্গিপাড়া উপজেলার ১ নং কুশলী ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিধান কান্তি হালদার স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে ৩ মাসের সাজা প্রদান করেন। সে কুশলী গ্রামের আঃ রসিদ মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশলি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোঃ গোলাম সরোয়ারকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত মোঃ গোলাম সরোয়ার মোল্লা নিজেকে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ লালন শেখকে (৪০) গ্রেফতার করা হয়। তাকেও ভ্রাম্যমান আদালতের বিচারক বিধান কান্তি হালদার তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাজা প্রদানের পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।