স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে সুদের টাকা পরিশোধে দেরি হওয়ায় আপন দুই ভাইসহ তিন জনের ওপর হামলা চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় হামলার শিকার তিনজনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এলাকাবাসি সূত্র জানায়, খড়মখালী গ্রামের কেষ্ট মজুমদারের কাছ থেকে থেকে পার্শ্ববর্তী খলিশাখালী গ্রামের প্রদীপ মজুমদার বছর খানেক আগে ৫ হাজার টাকা সুদে আনেন। সুদে আসলে এই টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় কেষ্ট মজুমদারের লোকজন সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে দিবদাস মজুমদারে ছেলে প্রদীপ মজুমদারকে (৫৩) পিটিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ ঘটনা শুনে প্রদীপ মজুমদারের ছোট ভাই পরিতোষ মজুমদার (৪৮) প্রতিবেশী সজল মÐল (৩৮) কে সঙ্গে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে খড়মখালী আবুলের মোড় এলকায় পৌঁছালে তাদের ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এ ব্যাপারে কেষ্ট মজুমদার হামলার ঘটনা অস্বীকার করে বলেন, তাঁর কোন লোকজন এই হামলার সাথে জড়িত নয়। কে বা কারা হামলা চালিয়েছে তিনি জানেন না।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান মুঠো ফোনে নবধারা কে বলেন, হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যসস্থা গ্রহন করা হবে।