Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে হুমকিতে ফসলি জমি

MEHADI HASAN
এপ্রিল ১৯, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার আশেপাশের ফসলি জমি, পানের বরজ, সবজি ক্ষেত,ফলজ ও বনজ বাগান হুকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধের স্থানীয় প্রমাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। তারা এব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন।

লিখিত অভিযোগ সূত্রে যানাগেছে, উপজেলার চর শৈলদাহ গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে নাজমুল হক টিপু দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি, পানের বরজ, সবজিক্ষেত, ফলজ ও বনজ বাগান হুমকির মুখে পড়েছে।

ওই গ্রামের ভুক্তভোগীরা বলেন, বালু উত্তোলন কারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের কেউ বাধা দেয়ার সাহস করেনা।
এ বিষয়ে কলাতলা ইউনিয়ন ভূমি সহকারী মো: হাসিব শেখ জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে আমি ২ জন আনসার সদস্য ও অফিস সহায়ক আনাদী কুমার বড়ালকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই নাজমুল হক টিপু অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করছে। তাকে নিষেধ করলে সে ও তার স্ত্রী আমাদের উপর চড়াউ হয় এবং অকথ্য ভাষায় গালিগালাচ করে। পরে বিষয়েটি আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানিয়েছি।

এ ব্যপারে নাজমুল হক টিপুর সাথে কথা হলে তিনি নবধারা কে বলেন, আমার রেকাডিও জায়গা থেকে বালু কেটে এলজিইডির রাস্তায় দিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।