শফিকুল ইসলাম সাফা,চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক চাহিদা থাকা সত্যেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফুরিয়ে গেছে কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতি শেধক টিকা।
গতকাল সোমবার চিতলমারী হাসপাতালের টিকা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেকের কোভিড -১৯ ভ্যাসিন নিবন্ধন থাকা সত্যেও ভ্যাসিন না পেয়ে ফিরে গেছেন তারা।এপর্যন্ত এ উপজেলায় চার হাজার চারশ নারী পুরুষ করোনা ভ্যকসিন নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান জানান চার হাজার ৫শ ভ্যাসিন ( টিকা) পাওয়া গেছে । সোমার পর্যন্ত ভ্যকসিন প্রথম ডোজ ফুরিয়ে গেছে। তবে মানুষ স্বত:স্ফূর্ত হয়ে করোনা প্রতিশেধক ভ্যকসিন গ্রহন করেছেন। টিকা গ্রহন কারী সবাই সুস্থ্য ও ভাল আছে। তবে হতাশ হবার কিছু নেই , আরোও টিকা পাওয়া যাবে।