Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠিতে ২০ টাকার ইন‌জেকশনে ৬ হাজার টাকা বিল

Link Copied!

স্বরূপকা‌ঠি উপ‌জেলার বি‌ভিন্ন ক্লি‌নিকে চি‌কিৎসা নি‌তে আসা রোগী গলাকাটা দা‌মের শিকার হ‌চ্ছেন ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।এ ব্যাপা‌রে সরকা‌রি তদার‌কির কো‌নো ব্যবস্থা না থাকায় রোগী ও তার আত্মীয় স্বজন প্র‌তিবাদ কর‌তে পার‌ছেন না।ফলশ্রতিতে সন্ধা নদীর পূর্ব পা‌ড়ে ২ টি ও প‌শ্চিমপা‌ড়ে ৪ টি প্রাই‌ভেট ক্লি‌নি‌কের অর্থ‌পে‌ডি‌ক্সের ডাক্তারগন বাধ্য কর‌ছেন রোগী ও তার স্বজনকে অ‌তি‌রিক্ত টাকা দি‌তে।

বি‌ভিন্ন সরকা‌রি হস‌পিটা‌লের ডাক্তারগন সপ্তা‌হের প্রায় প্র‌তি‌দিনই পালা ক‌রে এই ৬ টি ক্লি‌নি‌কে প্রাই‌ভেট প্রাক‌টিস ক‌রেন ব‌লে জানান ক্লি‌নিক ব্যবসায়ী অ‌সিম।‌ নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক ল্যাব মা‌লিক ব‌লেন শুধু ক্লি‌নি‌কেই নয় ক‌য়েকজন ডাক্তার ল্যা‌বেও প্রাক‌টিস ক‌রেন পালা ক‌রে। অর্থপে‌ডি‌ক্সের যে সকল ডাক্তারগ‌নের বিরু‌দ্ধে এ অ‌ভি‌যোগ তা‌দের ম‌ধ্য থে‌কে ডাঃ এম এ ক‌রিম মামুন ব‌লেন ৬ হাজার টাকা নেই, এটা সম্পূর্ন স‌ঠিক নয়।ইনজেকশন পুষ করা ও ক্লি‌নিকবিল সহ এ টাকাই ধার্য ক‌রি। ত‌বে একা‌ধিক ক্লি‌নিক প‌রিচালক ব‌লেন ইন‌জেকশন পুষ করার জন্য ক্লি‌নিক‌কে কো‌নো চার্য নেয়না।ডাক্তারগন রোগীর টেস্ট রেফার কর‌লে সেটার চার্যই রাখা হয় রোগীর কাছ থে‌কে।এর বা‌হি‌রে ক্লি‌নিক কিছুই পায়না। আসুন জে‌নে নেই ওষু‌ধের প্রকৃত দামঃলোকাল এনস‌থি‌সিয়ার জন্য লি‌ডো‌কেইন গ্রু‌পের অসুধ ব্যবহার করা হয়।একথা জানান অবসরপ্রাপ্ত টি এইচও সেবা ক্লি‌নি‌কে প্রাক‌টিসরত ডাঃ তান‌ভির আহ‌ম্মেদ। স্বরূপকা‌ঠির বি‌ভিন্ন অষু‌ধের দোকা‌ন থে‌কে জানা যায় জে‌সো‌কেইন ২% ভা‌য়েল (৫০ সি‌সি) ৬০/৬৫ টাকায় বি‌ক্রিv হয়। এক‌টি ভা‌য়েল থে‌কে ৫/৭ জন‌কে চি‌কিৎসা করা যায়।সে খে‌ত্রে একজন রোগীকে স‌র্বোচ্চ ১৫ টাকার ওষুধ পুষ করা হয়।আঙ্গু‌লের হা‌ড়ে সমস্যা দেখা দেয়া সোহাগদ‌ল গ্রা‌মের ‌রোগী জ‌সি‌মের।তার আত্মীয় স্বজন জানান চি‌কিৎসা দেয়ার প‌রে ডাঃ এম এ ক‌রিম মামুন বিল ক‌রেন ৬ হাজার টাকা। এ‌কি অ‌ভি‌যোগ ক‌রেন শ‌হিদ স্মৃতী ডিগ্রী ক‌লে‌জের অবসরপ্রাপ্ত সহকা‌রি অধ্যাপক মোঃ মহ‌সিন মিয়া।‌তি‌নি আ‌খ্যেপ ক‌রে ব‌লেন,ডাক্তাররা এই যে গলা কাটা বিল নেয় এর কি কো‌নো প্র‌তিকার নেই স্বরূপকা‌ঠি‌তে!

বিষয়‌টি নি‌য়ে কথা হয় স্বরূপকা‌ঠি উপ‌জেলা সরকা‌রি স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের প‌রিচালক ডাক্তার ফি‌রোজ কিব‌রিয়ার সা‌থে। তি‌নি নবধারা কে ব‌লেন একজন চি‌কিৎসক লোকাল ইন‌জেকশ‌নের জন্য ৬হাজার টাকা বিল নেয় এটা কো‌নোভা‌বেই মানা যায়না।আই‌নে এ‌দের বিরু‌দ্ধে স‌ঠিক ব্যবস্থা নেয়ার কো‌নো বিধান না থাকায় এরা যা‌চ্ছে তাই কর‌ছে।আ‌মি পি‌রোজপুর জেলা সি‌ভিল সার্জ‌নের কা‌ছে লি‌খিত দি‌য়ে‌ছি। তার নি‌র্দেশনা আস‌লে সে অনুসা‌রে ভ‌বিষ্য‌তে ব্যবস্থা ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।