বাগেরহাটের চিতলমারীর দড়িউমাজুড়ির শুভাষ মার্কেটে আগুনে একটি চায়ের দোকান ভষ্মীভূত হয়েছে।বৃহষ্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দোকানের মালিক সৈকত জানান, রাত ৮ টার দিকে তিনি দোকান বন্ধ করে চলেযান।কিন্তু রাত সাড়ে নয়টার দিকে প্রতিবেশীরা দোকানে আগুনের লেলিহান দেখে ফায়র সার্ভিসে খবর দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা নবধারা কে বলেন, আগুন লাগার খবর পেয়ে জেলা ফায়ার সাভিস কে খবর দেয়া হয়। কিন্তু তারা পৌছাবার আগেই দোকানটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে । স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।