Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ উদীচীর দ্বিবার্ষিক সম্মেলনঃ সভাপতি নাজমুল, সম্পাদক রাজু পুনঃনির্বাচিত

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ১৩, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে উদীচীর এয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ শেখ মনি মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলনের প্রখম পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১০ উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজুসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর শেখ মনি মিলনায়তন থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মোঃ নাজমুল ইসলাম সভাপতি ও সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজু পুনঃনির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম নবধারা কে বলেন, দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর‌্যন্ত একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ ও কোটালীপাড়া শাখা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।