কালিয়ায় চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রবিবার ( ১৫ মে) কালিয়া উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
খাদ্য নিয়ন্ত্রক জানান, এ বছরে ৮০১ জন কৃষকের কাছ থেকে কালিয়া ও বড়দিয়া দুই খাদ্য গুদামে ২৭টাকা কেজি দরে ২৪০৩ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ৪৬৬ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি দরে ১৭৮ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ জহরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পলাশ কুমার মুখার্জী, উপজেলা এল,জি,ইডি নির্বাহী প্রকৌশলী প্রণব কুমার, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ( খাদ্য গুদাম) পঙ্কজ কুমার সাহা, খাদ্য বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।