Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ সদরের মধুমতি নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ১৮, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গায় মধুমতি বিলরুট চ্যানেলের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ওই ব্যক্তির নাম বেলাল হোসেন(৩৫)।সে কাশিয়ানী উপজেলার কুমরিয়া গ্রামের বসার বিশ্বাসের ছেলে।

আজ বুধবার সকাল ১১টার দিকে বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ ইটের সাথে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

এর আগে উলপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফারজানা বেগম নদীর পানিতে লাশ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেয়। এর প্রেক্ষিতে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বৌলতলি পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহতরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার উলপুর গ্রামে।ধারনা করা হচ্ছে সেখানে কোন কারনে তাকে হত্যা করে লাশ গুম করার জন্য হাত-পা বেঁধে ৬টি ইট বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়। তারা এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।