নবধারা ডেস্কঃ
প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার জন্য ৮ জনের নাম চুড়ান্ত করে ঢাকায় পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস এ তথ্য নবধারা কে নিশ্চিত করেছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় নবধারা কে বলেন, গত ২ ডিসেম্বর পৌর আওয়ামীলীগের এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে এক সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, বর্তমান মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠি মোতাবেক আসন্ন পৌরসভা নির্বাচনে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৮ জনের নাম ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন বর্তমান মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন, শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক ভিপি মোঃ ফোরকান বিশ্বাস, শেখ কামরুল হাসান টবা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ অলিদুর রহমান হিরা, শেখ জাহিন আহম্মেদ সাবু, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল এবং পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
কে হচ্ছেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা আওয়ামী লীগের পাওয়ার হাউস টুঙ্গিপাড়ার এ পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী।
এদিকে সাধারণ জনগণ শতভাগ আওয়ামী লীগের সমর্থীত এ পৌরসভার মেয়র পদে মনোনয়ন চান না। তারা চান যেহেতু সবাই আওয়ামী লীগের প্রার্থী, সবাই আওয়ামী লীগের ভোটার এখানে মনোনয়ন না দিয়ে উন্মুক্ত করে দেওয়া হোক। এতে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব ভোটের মাধ্যমে জয় লাভ করবে।
One thought on "টুঙ্গিপাড়ার মেয়র মনোনয়নে যাদের নাম ঢাকায় পাঠানো হয়েছে"