Nabadhara
ঢাকাশনিবার , ২১ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় পেঁপে গাছ লাগানোর ঘটনায় মা সহ এক পরিবারের ৪ নারীকে কুপিয়ে গুরুতর আহত

টুঙ্গিপাড়া প্রতিনিধি
মে ২১, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পেঁপে গাছ লাগানো কে কেন্দ্র করে এক ই পরিবারের মা ও ৩ মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

 উপজেলার কেড়াইলকোপা গ্রামে গতকাল শুক্রবার ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতেরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহতেরা হলেন, কাজী লুৎফরের স্ত্রী সালেহা বেগম (৪৫) তার মেয়ে পপি (২১), সুলতানা (১৮), সুমাইয়া (১৫)

কাজি লুৎফর বলেন, ২০/২৫ দিন আগে আমার নিজের বসতভিটার পাশে পেঁপে গাছ লাগাই। আজ সে গাছটি রহমান টেনে তুলে ফেলে। প্রতিবেশীদের কাছে আমার স্ত্রী অভিযোগ করে। কেন অভিযোগ করা হলো এ নিয়ে আমার স্ত্রী ও ৩ কন্যাকে রহমান কাজী ও তার ছেলেরা মিলে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আমি থানায় অভিযোগ করার ২ দিন অতিবাহিত হলেও তারা আমাদের কাছে তদন্তে আসে নাই। ২ দিন অপেক্ষা করার পর থানা অসযোগীতা করায় আদালতে মামলা দায়ের করি।

 

আহত পপি বলেন, আমরা পারিবারিকভাবে নির্যাতনের শিকার, অভিযুক্তরা পথে-ঘাটে আমাদেরকে অশালীন মন্তব্য করেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টুঙ্গিপাড়া থানার ওসি তদন্ত তন্ময় মন্ডল নবধারা কে বলেন, আমি বিষয়টি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।