নবধারা প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিইউজে-এর সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ এবং পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ , প্রচার সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য রাজু আহমেদ, সলিম উল্লাহ সেলিম, শাহনাজ পারভীন এলিচ, সুরাইয়া অনুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।