শরিফুল ইসলাম, নড়াইলঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রলীগ নেতা লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান জামান সিকদার। গত ১৩ ফের্রুয়াারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের অনুমোদন পাওয়া উপ-কমিটির সদস্য হন জামান সিকদার।
তিনি রাজধানীর চকবাজার থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। জামান সিকদারের গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে মহিষাপাড়ায়। আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় জামান সিকদার ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ঢাকার বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক থাকাবস্থায় একাধিকবার জেল জুলুম শিকার হয়েছেন তিনি।
২০০১ পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে রাজপথে দলীয় কর্মসূচিতে সরব ছিলেন এবং কারাবরণ ও করেন জামান সিকদার। পরবর্তীতে এক-এগারোর সময় আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন তরান্বিত করতে গণসাক্ষর কর্মসূচিসহ প্রতিটি আন্দোলন কর্মসূচিতে সক্রিয় ছিল জামান সিকদার।
আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামান সিকদার।
নবধারা/এমএইচ০০৭