স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে বিনয় মজুমদার (৫৪) নামের এক প্রতিবন্ধীর জায়গা দখলের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ওই জায়গা দখলমুক্ত’র দাবিতে এলাকা বাসি মানববন্ধন করেছেন। উপজেলার সদর ইউনিয়নের দানোখালী গ্রামে এ মানববন্ধন হয়। এ ব্যাপারে পরস্পরবিরোধীবক্তব্য পাওয়া গেছে।
গত ০২/০৩/২০২১ তারিখ রাতে হামিদ খা ও তার লোক জন প্রতিবন্ধী বিনয় মজুমদারের নালিশী জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করে। উক্ত জায়গা দখলমুক্তের জন্য এলাকা বাসি মানববন্ধন করেছে।
এ ব্যপারে হামিদ খান বলেন, পাটরপাড়া মৌজায় আমি ৩৭ শতক জমি বাবু রাম শিকারীর কাছ থেকে প্রায় দেড় বছর আগে ক্রয় করেছি। কোন দখলবাজীর ঘটনা ঘটেনি। আমার জমি আমি বুঝে নিয়েছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।