স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে বিনয় মজুমদার (৫৪) নামের এক প্রতিবন্ধীর জায়গা দখলের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ওই জায়গা দখলমুক্ত’র দাবিতে এলাকা বাসি মানববন্ধন করেছেন। উপজেলার সদর ইউনিয়নের দানোখালী গ্রামে এ মানববন্ধন হয়। এ ব্যাপারে পরস্পরবিরোধীবক্তব্য পাওয়া গেছে।
গত ০২/০৩/২০২১ তারিখ রাতে হামিদ খা ও তার লোক জন প্রতিবন্ধী বিনয় মজুমদারের নালিশী জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করে। উক্ত জায়গা দখলমুক্তের জন্য এলাকা বাসি মানববন্ধন করেছে।
এ ব্যপারে হামিদ খান বলেন, পাটরপাড়া মৌজায় আমি ৩৭ শতক জমি বাবু রাম শিকারীর কাছ থেকে প্রায় দেড় বছর আগে ক্রয় করেছি। কোন দখলবাজীর ঘটনা ঘটেনি। আমার জমি আমি বুঝে নিয়েছি।