Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঝড়ে লন্ডভন্ড মাদরাসা, খোলা আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা!

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল
মে ২৭, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের পৌর এলাকার ক্ষনিকের ঝড়ে লন্ডভন্ড হয়েছে নড়াইল খাদেমুল ইসলাম মাদরাসা। বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে অল্প সময়ে ঝড়ে লন্ডভন্ড হয়েছে পুরো মাদ্রাসা। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ঝড়ে সেমিপাঁকা ঘরের টিনশেডের চালা উড়ে গেছে। ইটের গাঁথুনিও ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে ঘরের আসবাবপত্র, ফ্যান, ধর্মীয় বইসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বলে জানা যায়।

মাদরাসার ছাত্ররা জানায়, কিছু বুঝে ওঠার আগেই অল্প সময়ের মধ্যে ঘরের চালাসহ ইটের গাঁথুনি ভেঙ্গে পড়ে। জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে তারা। এ সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়।
মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদরাসায় ছিলাম না। তবে খবর পেয়ে দ্রুত মাদরাসায় এসে দেখি টিনের চাল উড়ে প্রায় দেড়শ ফুট দুরে গিয়ে পড়েছে। মাদরাসায় ৩২ জন আবাসিক.ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই খোলা আকাশের নিচে অনেক কষ্টে জীবনযাপন করছেন। এ ব্যাপারে এমপি মহোদয়, ডিসি স্যার ও পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছি। ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে হাফেজ, নুরানী ও জামাত বিভাগ রয়েছে বলে তিনি জানান।
নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, ক্ষতিগ্রস্থ মাদরাসা পরিদর্শন করেছি। আমার সাধ্যমতো সহযোগিতা করব।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ মাদরাসাটি পুনঃনির্মাণে সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।