Nabadhara
ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

Stage For Youth Foundation গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
মে ২৯, ২০২২ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Stage For Youth Foundation গোপালগঞ্জ শাখার কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞিতে গোপালগঞ্জ জেলা শাখার কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সোলাইমান হোসাইন (মিন্টু) ও সাধারণ সম্পাদক হিসেবে ডাঃ কাজী নাঈম।

এছাড়াও সহ-সভাপতি পদে ইমদাদুল হক সোহাগ, মাইনুল ইসলাম (রনি), মোঃ জর্জিজ শিকদার; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদ হোসেন ইমন, মোঃ রায়হান তালুকদার, শাকিল শেখ; সাংগঠনিক সম্পাদক পদে সাব্বির হোসেন তাজ, মোঃ মামুন শেখ, কৌশিক ভক্ত; সহ-সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল মন্ডল, নাহিদ হোসেন (নাজমুল); দপ্তর সম্পাদক পদে মোঃ আশরাফুল হক খান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে সাগর দে; প্রচার সম্পাদক পদে পদে শাফিউল কায়েস; সাংস্কৃতিক বিষয় সম্পাদক পদে মোঃ হাসিবুর রহমান; আইটি বিষয় সম্পাদক পদে মাহমুদ হাসান (রিমু); ধর্ম বিষয় সম্পাদক পদে মোঃ মাহমুদ হাসান; মহিলা বিষয়ক সম্পাদক পদে সুলতানা পারভীন।

এই কমিটিতে সদস্যরা হলেন- সোহানুর রহমান ইমন, মোঃ ইব্রাহীম তালুকদার, মোঃ হাবীব এবং আবু বক্কর সিদ্দিক (সোহাগ)।

নতুন কমিটির বিষয়ে সভাপতি মোঃ সোলাইমান হোসাইন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুণ প্রজন্মকে আরো ডিজিটাইজেশন করে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন।
তারই ধারাবাহিতায়, “তরুণরা কাজ করবে দেশের জন্য, তরুণেরা কাজ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা শাখা।

সাধারণ সম্পাদক ডাঃ কাজী নাঈম বলেন, তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত।ইতিমধ্যেই অনেক উদাহরণ সৃষ্টি করেছে বাংলার তরুণরা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের ‘ডিজিটাল বাংলাদেশের’ অগ্রসৈনিক আজকের তরুণরা। লাল-সবুজের নিশানা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।

এই লক্ষে তরুণদের নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে স্টেজ ফর ইয়ূথ ফাউন্ডেশন। এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে গোপালগঞ্জ জেলা শাখা। জয় বাংলা” জয় বঙ্গবন্ধু “।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।