নড়াইলে মাদক মামলা নিষ্পত্তি হওয়ায় ১০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা প্রশাসন। রবিবার (২৯মে) বিকাল সাড়ে ৪ টায় নড়াইল কোর্ট চত্বরে এ সকল মাদকদ্রব্য আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সিনিয়ার ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন, সিনিয়ার ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মোঃ শাহরিয়ার এবং কোর্ট ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা, ফেনসিডিল, গাজা ও দেশী মদ যাহার অনুমান মূল্য ১০ লক্ষ টাকা ধ্বংস করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।