Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মাদ্রাসা ছাত্রী অপহরণ,মামলা দায়ের

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামে ৭ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী(১২) কে অপহরণের দায়ে খুলনা জেলার তেরখাদা থনার জয়সোনা গ্রামের কালু বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস(২২), লিয়াকতের ছেলে নিয়ামত(২৫) ও মিজানুরের ছেলে শফিউল্লাহ(৩০) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩০ মে (সোমবার) দুপুরে অপহৃতের মা মোসাঃ উম্বিয়া বেগম ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ২০২০ এর ৭/৩০ ধারায় কালিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ১২ ।

এজাহার সূত্রে জানা যায়, অপহৃতা কালিয়া উপজেলার বড়নাল শামসুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। মাদ্রাসায় যাওয়ার পথে প্রতিনিয়ত রুবেল বিশ্বাস তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে বিরক্ত ও উত্যক্ত করত। ভুক্তভোগী ছাত্রী তার মাকে বিষয়টি জানালে অভিযুক্তদের সাথে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে সকাল ৯ টার দিকে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে বিলদুড়িয়া গ্রামের শাহিজুরের বাড়ীর কাছে পৌছালে রুবেল বিশ্বাস তার সহযোগীদের সহায়তায় ইঞ্জিন চালিত ভ্যানে তাকে অপহরন করে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম বলেন, অপহৃত ছাত্রীর মা উম্বিয়া বেগম বাদী হয়ে অত্র থানায় অপহৃতের মা মোসাঃ উম্বিয়া বেগম ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ২০২০ এর ৭/৩০ ধারায় অত্র থানায়
একটি মামলা দায়ের করেছেন।ভিক্টিমকে উদ্ধারপূর্বক দোষীদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।