Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আ.লীগ নেতা ও কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা !

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মে ৩১, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজাম শেখ (৫২) নামে এক আ. লীগ নেতা ও কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) রাত ৯ টার দিকে উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই আ.লীগ নেতা নিজাম শেখ লোহাগড়া উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত-বাদশা মিয়ার শেখের ছেলে এবং ১০ নং কোটাকোল ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম শেখ রাজনীতির পাশাপাশি বড়দিয়া বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। গত রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে একশ গজ দূরে ডেকে নিয়ে পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালি, হাঁটুর রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) টিমও মোতায়েন আছে। নিহতের মরদেহ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের আটকের চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।