Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন আগামীকাল

MEHADI HASAN
মার্চ ৫, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

আগামীকাল শনিবার ৬ মার্চ গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রতিকুলতা পেরিয়ে নির্বাচনে ইলিয়াস-কামিল পরিষদ ২৫ টি পদে এবং আবুল-লিকু পরিষদ ১৯ টি পদে প্রতিদ্বন্দিতা করছে।

জানা গেছে আবুল-লিকু পরিষদ ২৫ টি পদে প্রার্থী দিলেও ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। দ্বিবার্ষিক (২০২১-২৩) এই  নির্বাচনে মোট ২৮৮ জন ভোটার ভোট প্রদানের সুযোগ পাবেন। জেলা শহরের শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ন করতে এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। একই সাথে দুটি প্যানেলের দুইজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে যাতে নির্বাচন পরিচালনার কাজ নির্বিঘ্নে করা যায়।

আবুল-লিকু পরিষদের সভাপতি প্রার্থী সৈয়দ আবুল হোসেন নবধারা কে বলেন,‘আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে নির্বাচন যাতে শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয় সে আবেদন জানিয়েছি’। নির্বাচন নিয়ে আলাপ করা হলে ইলিয়াস-কামিল পরিষদের সভাপতি প্রার্থী ইলিয়াস হোসেন বলেন,‘নির্বাচন শান্তিপূর্ণ হোক সে কামনা করি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে নির্বাচনকে সুষ্ঠ করার আবেদন করেছি’।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।