Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর মহৎ উদ্যোগ

শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
জুন ৬, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতি প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে যে কোনো রোগির কাছ থেকে ৩০ ভাগ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (৬ জুন) দুপুরে নড়াইলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশগ্রহন করেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রেমানন্দ মন্ডল, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কুমার, ডা. দ্বীপ বিশ্বাস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, নড়াইল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার সান্যাল, সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমান প্রমুখ।

সভায় ক্লিনিক ও ডায়াগনোস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ ঘোষণা করেন, নড়াইল সদর হাসপাতালে যে ৮টি নির্দিষ্ট প্যাথলজিক্যাল টেস্ট করা হয় তার বাইরে অন্যান্য যে কোনো প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সবার কাছ থেকে চলমান ধার্যকৃত অর্থ থেকে ৩০ভাগ অর্থ ছাড় দেওয়া হবে। বা নড়াইল জেলায় লাইসেন্সকৃত ৬৫টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।