Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠি‌তে মোবাইল চু‌রির স‌ন্দে‌হে পি‌টি‌য়ে হত্যা !

Link Copied!

উপ‌জেলার বল‌দিয়া ইউ‌পি‌র ৬ নং ওয়া‌র্ডে মোবাইল চু‌রির স‌ন্দে‌হে নাইম না‌মে একজন‌কে পিটি‌য়ে হত্যা।‌ নিহত নাইম বিন্না গ্রা‌মের আবুয়াল বাশার বা‌ড়ির আ‌মিন মিয়ার ছে‌লে । তি‌নি ভাড়ায় হোন্ডা চালা‌নোর কাজ কর‌তেন।

বল‌দিয়া ইউ‌পির সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সদস্যা শিউলী জানান গতকাল মঙ্গলবার ম‌জিদ মাতুব্বর বা‌ড়ির জামা‌লের বো‌নের মেয়ে মু‌ন্নির এক‌টি মোবাইল খোয়া যায়। এ ব্যাপা‌রে নাই‌মের ফুপা‌ কাঞ্চন(৭০) ও ফুপা‌তো ভাই সাগর (১৮) জিজ্ঞাসাবাদ ক‌রে হোন্ডা ড্রাইভার নাইম (২২) কে। জিজ্ঞাসাবা‌দের এক পর্যা‌য়ে উ‌ত্তে‌জিত হ‌য়ে নাইম‌কে ফুপা ও ফুপা‌তো ভাই মারধর ক‌রে ব‌লে জানান ‌মেম্বর শিউ‌লী।

এসময় নাই‌মের মাথায় আঘাত লাগ‌লে সে মা‌টি‌তে প‌রে যায়। পরবর্তী‌তে অসুস্থ্য নাইম‌কে স্বরূপকা‌ঠি সরকা‌রি হাসপাতাল সেখান থে‌কে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ এর প‌রে ঢাকায় উন্নত চি‌কিৎসার জন্য নেয়ার প‌থিম‌ধ্যে রা‌তেই নাইম মারা যায় ব‌লে জানান ৬ নং ওয়া‌র্ডের মেম্বর বাবুল মিয়া। স্বরূপকা‌ঠি থানা সূত্র জানায় এ ব্যাপা‌রে মামলা না হ‌লেও মৃত নাইমের পোস্ট ম‌র্টে‌মের জন্য পি‌রোজপুর ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে আজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।