বাগেরহাটের চিতলমারীতে ৭শ গ্রাম গাঁজাসহ এক নারী কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নারী হোসনেয়ারা বেগম উপজেলার ঘোলা গ্রামের লিটন শেখের স্ত্রী।
পুলিশ জানায়, বুধবার দিন গত রাত ১২টার দিকে ঘোলা গ্রামে লিটন শেখের বাড়িতে বড়বাড়িয়া পুলিশ ক্যম্পের ইনচার্জ এস, আই, মুন্সি অনিসুর রহমানের নেতৃত্বে নারী এস, আই মেঘলা ইয়াসমিনসহ সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী হোসনেয়ারা ওরফে হোসনাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী লিটন পালিয়ে যায়। হোসনার কাছ থেকে ৭শ গ্রম গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে থানায় মদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।