Nabadhara
ঢাকারবিবার , ১২ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন করেছে দুর্বত্তরা

Link Copied!

পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে বিষ প্রয়োগ করে জামাল সরদার নামে এক ব্যবসায়ীর ঘেরের মাছ নিধন করেছে দুর্বত্তরা। এতে করে প্রায় ওই ব্যবসায়ীর প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ব্যবসায়ী মোঃ জামাল সরদার দীর্ঘদিন ধরে ঝুরগাও এলাকার ঢাকিকান্দিতে ৫ একর জমিতে একটি মাছের ঘের তৈরী করেন। দীর্ঘদিন ধরে জামাল সরদার ওই মাছের ঘেরে রুই, কাতল, মিনার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে আনুমানিক ৮/৯ জনের একটি দুর্বেত্তরদল মিলে রাতের আধারে ওই ঘেরে বিষ প্রয়োগ করে। এতে করে ঘেরের সমস্ত মাছ মড়ে গিয়ে ভেসে ওঠে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ জামাল সরদার বলেন, আমার ঘেরের মাছ বিষ প্রয়োগ করে সব শেষ করে দিয়েছে। আমি থানায় মামলা করবো।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক(তদন্ত) মোঃ নাসিরউদ্দিন নবধারা কে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।