মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ গ্রিনীচ বুকে স্থান পাওয়া ও আর্ন্তজাতিক স্মীকৃতি লাভ করায় সারা দেশের মত রোববার নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা পুলিশের উদ্যোগে আনন্দানুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। সারাদিন বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষন প্রচার করা হয় কালিয়া ও নড়াগাতী থানা চত্ত্বরের মঞ্চ থেকে। বিকাল তিনটায় অতিথিদের আনন্দ কেক কাঁটার মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়ার সভাপতিত্বে কালিয়া থানায় ও নড়াগাতী থানার ওসিরোকসানা খাতুনের সভাপতিত্বে জাতীর জনকের সেই কালজয়ী ভাষনের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ মোসা. তানজিলা ছিদ্দিকা, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহকারি কমিশনার (ভ’মি) মো. জহুরুল ইসলাম, কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া প্রেসকাবের সভাপতি মশিউল হক মিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনার রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিএম শুকুর আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম প্রমূখ।
এদিকে উপজেলার নড়াগাতী থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের এএসপি (প্রভেশনাল) মোঃ সোহাগ। প্রজেক্টরের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষন চালানো হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন থানার কলাবাড়ীয়া গ্রামের অবঃ পুলিশ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মোঃ আছাবউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। বক্তারা বঙ্গবন্ধুর সেই কালজয়ী অমৃত ভাষন আর্ন্তজাতিক স্মীকৃতি লাভ করায় আনন্দ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ উন্নয়ন শীল দেশ হিসাবে জাতিসংঙ্ঘের মহা সচিবের অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়োসী প্রশংসা করা সহ তার কাছে কৃতঞ্জতা জানিয়েছেন।
সন্ধ্যায় থানা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।