গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য জিটি মডেল সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে এই গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ শাহাআলম,মানবাধিকার বিষয়ক সম্পাদক বিএম গোলাম কাদের, গোপালগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি কিরন চন্দ্র হিরা,
পিরোজপুর জেলা কমিটির সভাপতি সন্জিব কুমার রায়, অর্থ বিষয়ক সম্পাদক আলভী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ৭৫ সালে নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।