Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন, ঝুঁকিতে সরকারি স্থাপনাসহ হাট বাজার

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ১৭, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে ইজারা নেওয়া প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

এতে ঝুঁকির মুখে পড়েছে ঘরবাড়ী ও সরকারি ইউনিয়ন ভূমি অফিসসহ গাজীরহাট বাজার। উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় প্রশাসনের বেঁধে দেওয়া সীমানা লংঘন করে এবং বেঁধে দেওয়া সময়ের বাইরে গিয়ে বালু উত্তোলন করছে ওই প্রতিষ্ঠান বলে জানা যায়। এ নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছে ওই বাজারের ব্যবসায়ীরা। তারা সীমানার মধ্যে বালু উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ তাজু শেখ নবধারা কে বলেন, আমরা সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন করছি। তবে সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার স্থিরচিত্র দেখালে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম নবধারা কে বলেন, সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। যদি সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৪২৯ বাংলা সালের জন্য উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় ৮একর জায়গায় বালু উত্তোলন করার জন্য জেলা পরিষদ থেকে ৫কোটি ৯৮লাখ টাকায় ইজারা নেন সালেহা এন্টারপ্রাইজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।