নবধরা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ঘাঘর কান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের প্রধান অভিযুক্ত মোঃ নাসির খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ নবধরা কে বলেন, আমার স্বামী একজন অটোভ্যান চালক। অটোভ্যান চালিয়ে সে গভীর রাতে বাড়ি ফেরে। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এই সুযোগে আমার প্রতিবেশী মোঃ দুলাল খানের ছেলে মোঃ নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশে-পাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে ধরে ফেলে পুলিশে দেয়।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে মোঃ নাসির খানকে মুল আসামী করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (নং-০৫, তাং-০৯.০৩.২০২১)।অভিযুক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতার ডক্তিারী পরীক্ষা আজ মঙ্গলবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
নবধারা/এমএইচ০০৭