Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল পৌরসভায় ৬২ কোটি টাকার বাজেট ঘোষনা

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জুন ২৮, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬২ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুন) বিকালে নড়াইল পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র আনজুমান আরা এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা,এডিবিসহ উন্নয়ন খাত থেকে ১ কোটি ৫০ হাজার টাকা এবং প্রকল্প খাত থেকে ৫২ কোটি ৬০ লাখ টাকা আয় ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হাসান,হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার, হিসাবরক্ষক মোঃ সাইফুজ্জামান, কাউন্সিলর ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।

আগামী অর্থ বছরে পৌরসভার পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৪ হাজার ৭০৮ টাকা।এছাড়া রাজস্ব আদায় এবং উন্নয়ন ও প্রকল্প খাত থেকে প্রাপ্তি সাপেক্ষে পৌরসভার উন্নয়নমূলক সমস্ত ব্যয় করা হবে। পৌর মেয়র তার বাজেট বক্তব্যে পৌর কর না বাড়ানো, পৌরসভার পরিকল্পিত রাস্তা ও বর্জ্য বস্থাপনাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।