Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে নবগঠিত ছাত্রলীগের আনন্দ মিছিল !

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ২৯, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে নবগঠিত ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (বুধবার) বিকাল ৫টায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় নবগঠিত কমিটির সভাপতি মঞ্জুরুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ নাছিম শেখকে স্বাগত জানাতে থানার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত কর্মী জমায়েত হয় এবং আনন্দ মিছিল সহকারে নড়াগাতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামলীগ অফিসে এসে শেষ হয়।

মিছিল শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশের অভ্যুদয়ে ছাত্রলীগের ভূমিকা উল্লেখ করে তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন নড়াগাতী থানা ছাত্রলীগের কোন কমিটি ছিল না। কমিটি ভাঙ্গা এক বছর ২ মাস পরে একটা নতুন কমিটি ঘোষনাপূর্বক নেতৃত্ব উপহার দেওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি উজ্জল শাহারিয়ার মীম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ ওপরের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির পতাকাকে সমুন্নত রাখাসহ আগামী নির্বাচনে নিরলসভাবে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।