Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্তদের দিলেন টুঙ্গিপাড়ার স্কুল শিক্ষার্থীরা

টুঙ্গিপাড়া প্রতিনিধি
জুন ৩০, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সিলেটের বন্যার্থদের পাশে দাড়ালো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা এ অর্থ প্রদান করেন।

আজ বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার হলরুম বজ্রকন্ঠে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের হাতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ১০ হাজার টাকার নগদ অর্থ তুলে দেন।এ্ সময় শিক্ষার্থীদের হাতে ২ টাকার নোট ৫ টাকার নোট ও দেখা যায়।

এ প্রতিনিধি দলের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, সিলেটে বন্যায় অসহায় মানুষের কথা ভেবে স্কুলের টিফিনের টাকা থেকে পাঁচ দশ টাকা তুলে তাদের সাহায্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান্ত তহবিলে জমা দিলাম। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল মামুন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এটি একটি মহৎ উদ্যোগ। তাদের দেওয়া অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস নবধারাকে বলেন, বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় এর বাচ্চা মেয়েরা যেভাবে বন্যাক্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেটি দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই মহৎ উদ্যোগ নেওয়ায় আমি তাদেরকে শুভেচ্ছা জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।