শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, ওসি মীর শরিফুল হক, উপজেলা আ”লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, অধ্যক্ষ (অব:) মহাসিন আলী রেজা,বীর মুক্তিযোদ্ধা মো: বেল্লাল শেখ, শিক্ষা অফিসার মো: অমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/এমএইচ০০৭