Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুলাই ৫, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।এ মামলায় সাজাপ্রাপ্ত আসামীর স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরনে জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি জমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সাথে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল।

বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ী ফেরার পথে সাজাপ্রাপ্ত অসামী আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান। এঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দখিল করে।

পরে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় ঘোষনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।