মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার দুটি বাড়িতে অভিনব কায়দায় ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার স্বর্নালংকার লুট করে নিয়েছে। গত সোমবার ও মঙ্গলবার রাতে ওই থানার কলাবাড়িয়া গ্রামে ঘটেছে ওইসব ডাকাতির ঘটনা।
পুলিশ ও ক্ষতিগ্রস্থরা জানান, গত মঙ্গলবার রাতে কলাবাড়িয়া গ্রামের খবির শেখের বাড়িতে হানা দিয়ে ৫/৭ জনের একদল ডাকাত সিঁধকেটে দরজা খুলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার স্বর্নালংকার লুট করে নেয়। এর আগে সোমবার রাতে একই গ্রামের মঞ্জুর উকিলের বাড়িতে ৬/৭ জনের একদল স্বশস্ত্র ডাকাত হানা দিয়ে জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মী করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্নালংকার লুট করে নেয়।
কলাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত এস আই মো.তৌহিদুল ইসলাম বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিঁধকেটে ঘরে ঢুকার বিষয়টিকে তিনি চুরির ঘটনা বলে মনে করছেন। ডাকাতির বিষয়টি তিনি এড়িয়ে যান।
উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধিদের শনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। ক্ষতিগ্রস্থদের কাছ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।