Nabadhara
ঢাকাশনিবার , ৯ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ২৬ মন সরকারী নতুন বই ভাঙ্গারীর দোকানে বিক্রি 

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মন সরকারী নতুন বই কেজি দরে ভাঙ্গারীর দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে । আর এমন অভিযোগ উঠেছে উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যের বিরুদ্ধে ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কলিগ্রাম ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালার কাছে  ২০২০ ও ২০২১ সালের বইগুলো বিক্রি করা হয়। এই দুই সালের প্রায় ২৬ হাজার টাকার বই বিক্রি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য বই বিক্রির কথা স্বীকার বলেন, আমি বই বিক্রি করেছি । তবে এখন ফেরত নিয়ে আসবো ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে ভ্যানে করে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্য মাধ্যমিক স্তরের ২০২০ ও ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির নতুন বই একই এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালার দোকানে ২৫ টাকা কেজি দরে ২৬ মন বই বিক্রি করে । পরে স্থানীয়রা টের পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানায় । পরে মাধ্যমিক শিক্ষা অফিসার বই গুলি ওই বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেয় ।

ভাঙ্গারী ব্যবসায়ী আশুতোষ বালা নবধারা কে বলেন, মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি বৈদ্যের নিকট থেকে বই গুলি ক্রয় করা হয়েছে ।

মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদাত হোসেন মোল্যা বলেন, আমি আপাতত বই গুলি বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দিয়েছি । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের রহমান রাশেদ বলেন, আমি বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।