Nabadhara
ঢাকাসোমবার , ১১ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে চোরাইকৃত ৪ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১১, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে চোরাইকৃত ৪ টি মোটর সাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনি ও রবিবার দুইদিন  (৯ ও ১০ জুলাই) দিনে ও রাতে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন  স্থান থেকে তাঁদের  আটক করা হয়।

সিন্ডিকেটের মাধ্যমে চোর চক্র  বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চোরাই মোটর সাইকেল বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়।

আটকৃত চোর চক্রের সদস্যরা হলেন- মোল্লাহাটের উদয়পুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলামিন শেখ (২১), মো. শাহাদৎ হোসেন বাবুর ছেলে শেখ শাহরিয়ার ইসলাম (২০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফ জামান শাকিল (১৯), আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (১৯), সুমন্ত সরকারে ছেলে সুব্রত সরকার (২০), আকমন শেখের ছেলে মো. আমিনুর শেখ (২২), মৃত খোকা শেখের ছেলে মো. ইসলাম শেখ (২০)  এদের প্রত্যকের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ জুলাই) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো.মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের চৌকশ একটি দল গত শনি ও রোববার দুইব্যাপি অভিযান পরিচালনের মাধ্যমে উক্ত চোরাই  ৪টি মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ৭ সদস্যদের আটক করে।

ওসি সোমেন দাশ আরো নবধারা কে বলেন, চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরির কারবার করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কাছে চেরাইকৃত মোটরসাইকেল বিক্র করে আসছে। চোর চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।