Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আদালতে মুচলেকা দিলে জামিন পেলেন ইউপি চেয়ারম্যানসহ ৯আসামী

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
জুলাই ১৫, ২০২২ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

গ্রাম্য কোন্দলের জের ধরে প্রতিপক্ষকে জীবন নাশের হুমকী দেয়ার ঘটনায় ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় মামলায় আদালতে মুচলেকা দিয়ে জামিন পেলেন নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়া ও সাবেক চেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান সেলিমসহ ৯ আসামী। আজ নড়াইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ জুবায়ের হোসেন আসামীদের ২হাজার টাকা বন্ডে আসামীদের জামিন দেন।

অন্যান্য আসামীরা হলেন পার শালনগর গ্রামের শাফিক কাজী(৪৮),কাজী তরিকুল ইসলাম (৪৫), কাজী উজ্জল (৪৫), দিপু কাজী (৫০), শাহাদত মিয়া (৫০), আজাদ মিয়া (৪২) ও আব্দুর রহিম (৩৪)।

পারশালনগর গ্রামের মৃত ছালাম মিয়ার ছেলে নাজমুল হাসান তার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, ২০২১ সালের ২৯ মে রাতে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বাদী ও তার পরিবারের লোকজনের ওপর খুন জখমের অপচেষ্টায় লিপ্ত হয়। এসময় বাদীর লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট রাকিব হোসেন বলেন, ‘ ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে আসামীরা হাজির হলে আসামীরা ভবিষ্যতে আর এধরনের কাজ করবেনা মর্মে অঙ্গীকার করায় ২হাজার টাকার বন্ডে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আসামীদের জামিন দিয়েছেন।

এদিকে জামিনে বাড়ি গিয়ে পুনরায় বাদী ও তার পরিবারের সদস্যদের মারধরসহ জীবননাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী নাজমুল হাসান।
তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান লাবু মিয়া বলেন,‘ বাদী নাজমুল এখন পর্যন্ত বাড়িতে আসেনি। তাহলে তাকে হুমকী কিভাবে দিবো। এক বছর আগে একটি মামলা করে আমাদের আদালতে হাজির হতে হয়েছে। তাকে বা তার পরিবারের কাউকে হুমকী দেয়ার প্রশ্নই আসে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।