Nabadhara
ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়কে সরকারিকরণ-প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
জুলাই ১৬, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়কে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূরনায় কলেজ চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় বাদ্যের তালে তালে নেচে-গেয়ে আরির ছিটিয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আনন্দ উল্ল্যাস প্রকাশ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ শোভাযাত্রাটি উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, মিন্টু রায়, আলী আশরাফ খান, শফিকুল ইসলামসহ কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক বলেন, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের একটি নিভৃত পল্লীতে ১৯৯৭ সালে এই কলেজটি যাত্রা শুরু করে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গত ৩জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপণের মাধ্যমে কলেজটি সরকারি ঘোষনা করেন। কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থী ও এলাকাবাসীরা আনন্দিত। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আজকে এই শোভাযাত্রার আয়োজন করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।