Nabadhara
ঢাকারবিবার , ১৭ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি; অভিযুক্ত কলেজ ছাত্র আকাশ সাহার ৩ দিনের রিমান্ড

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
জুলাই ১৭, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়া গ্রামে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজ ছাত্র আকাশ সাহাক (২০) কে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৭ জুলাই) বিকালে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ মোরশেদুুল আলমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুনঃ 

উল্লেখ্য শনিবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি সরদার বাদি হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ০৮ । আকাশ সাহা দিঘলিয়া গ্রামের অশোক সাহার ছেলে। সে লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র।

গত ১৫ জুলাই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে তার নিজের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়। বিষয়টি ওইদিন বিকালে বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। পরে বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহাকে গ্রেফতার ও বিচার দাবিতে সন্ধ্যায় দিঘলিয়া বাজারে মানববন্ধন করে। বিক্ষুদ্ধ লোকজন এক পর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ও কয়েকটি দোকান ঘরসহ একটি পূজামন্ড ভাংচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিক্ষুদ্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

 

গতকাল রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিঘলিয়ার সাহাপাড়া এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এলাকায় টহল দিচ্ছে র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার সদস্যরাও সার্বক্ষণিক ওই এলাকায় অবস্থান করছেন। দিঘলিয়া সাহাপাড়ার পালিয়ে থাকা হিন্দু লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। তাদের অধিকাংশই হামলার পর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। রোববার সকাল থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ দিকে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন আকাশ সাহাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।