ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া ইউনিয়ন তৃণমূল আওয়ামিলীগ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই (২০২২) ইং তারিখ রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ পুরাপাড়া ইউনিয়ন শাখা এর আয়োজনে আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, শাহদাব আকবর লাবু চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া ।
উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি মোঃ বেলায়েত হোসেন মিয়া , চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকির , মুজিবুর রহমান জিন্নাহ, শাহাদাৎ খান , সিরাজুল ইসলাম , আক্কাস আলী , রশিদ ফকির মাহফুজ মৌলানা সহ পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ইউনিয়ন ব্যাপি আওয়ামিলীগ এর তৃণমূল পর্যায়ের রাজনীতি কি ত্রুুটিবিচ্যুতি রয়েছে তা নির্ধারন করে সমাধানের উপায় খুজে বের করার লক্ষে খোলামেলা আলোচনা করার স্বাগত বক্তব্য প্রদান করেন । তৃণমূল পর্যায়ে নেত্রীবৃন্দরা তাঁদের বক্তব্যে মুল দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের সমন্বয়ে ঘাটতি সহ পরস্পরের যোগাযোগ স্থাপনের বিষয়ের কথা তুলে ধরেন। প্রধান অতিথি শাহদাব আকবর লাবু চৌধুরী তার বক্তব্যে বলেন , বাংলাদেশ আওয়ামিলীগ তৃণমূল পর্যায়ে সব চাইতে শক্তিশালী ও লড়াকু ভুমিকা পালন করে দলকে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে, আপনারা এ যাবতকালে আমার মায়ের রাজনৈতিক শক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন,আজ সে অসুস্থ হওয়ায় আমাকে পাঠিয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্যে, আপনাদের মতামতকে প্রাধান্য দিয়েই আগামীতে সামনে থেকে রাজনীতিতে পাশে আমাকে পাবেন।
এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আগামীতে ,আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক সঙ্গে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।