বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারিয়া আক্তার নামের ৪ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার পরানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার ওই গ্রামের সোহাগ শিকদারের ছোট কন্যা।
স্বজনরা জানান, মারিয়া বাড়ির ছাদে কয়েকজন তার বয়সি বন্ধু মিলে খেলা করছিল। একপর্যায়ে ছাদ ঘেষে বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে মারিয়া আক্তার গুরুতর আহত হয়। অন্যান্য বন্ধু শিশুদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।