Nabadhara
ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশির প্রকোপ দেখা দিয়েছে

শফিকুল ইসলাম সাফা চিতলমারী 
জুলাই ২৪, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। প্রায় প্রতিটি ঘরেই কেউনা কেউ জ্বর বা সর্দিতে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। তবে করোনা পরীক্ষার আগ্রহ নেই অধিকংশ মানুষের। যার কারনে উপজেলায় করোনা সংক্রামণের ঝুঁকি বাড়ছে।

বিভিন্ন ফার্মেসিতে কথা বলে জানা গেছে,গত কয়েক দিনে জ্বর সর্দির ওষুধের চাহিদা বাড়ছে। এসব রোগে আক্রান্ত ব্যাক্তিরা চিকিৎসকের পরমর্শ না নিয়েই নাপা প্যারাসিটামলসহ এ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন ,অকেকে আবার হাসপাতালের বহিবিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের মধ্যে করোনা পরীক্ষা করতে অনিহা লক্ষ্য করা গেছে। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় সরকার নতুন করে মাস্ক পরার নির্দেশনা দিলেও বেশীর ভাগ মানুষ তা মানছেনা । সরকারি- বেসরকারি অফিস, হাটবাজার কোথাও মাস্কের ব্যাবহার নেই।এতে করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান নবধারা কে বলেন, প্রচন্ড গরমের কারনে এখন ঘরে ঘরে বিভিন্ন বয়সী মানুষ সিজান অয়ালি ভাইরাস ফ্লোতে আক্রান্ত হচ্ছেন। গত এক সপ্তহ থেকে জ্বর সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী বেশী পাওয়া যাচ্ছে। একই সময় করোনা সংক্রমণ বাড়ছে সেটাকে অবহেলা না করে সাবধানতা অবললন্বন করতে হবে। করোনা পরীক্ষার পাশাপাশি যারা এখনো করোনা টিকা বা বোস্টার ডোজ গ্রহন করেনি দ্রুত তাদেরকে টিকা নেওয়াসহ ঘরে এবং বাইরে মাস্ক পরার আহব্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।