Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সালথায় নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার,নবধারা
জুলাই ২৬, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় অর্ধ লাখ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত সাহা পাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রায় ৪শ মিটার চায়না জাল (যার আনুমানিক মূল্য অর্ধ লাখ টাকা) পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কারেন্ট জাল ও চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং ক্ষুদ্র জলজ প্রানী শিকার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সাহা পাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।