পটুয়াখালী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সাদিয়া মার্কেটস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে আহবায়ক এড. মাসুদ আল মামুনের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি ও অন্যান্য সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সমাবেশে এড. মাসুদ আল- মামুন, সৈয়দ জিয়াউল হাসান, সৈয়দ জসিম উদ্দিন, মো. হারুন অর রশীদ প্রমূখ বক্তৃতা করেন। বক্তরা ২৮ জুলাই জেলা সম্মেলন সফল করতে দুমকি থেকে রেকর্ড সংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণের ঘোষনা দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।