Nabadhara
ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অন্য কেউ রেলকে ধাক্কা দিয়ে যদি অঘটন ঘটায় তার জন্য কি রেল দায়ী?- গোপালগঞ্জে রেলপথ মন্ত্রী

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
আগস্ট ১, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আমার রেলতো কাউকে ধাক্কা দেয় না, অন্যরা রেলকে ধাক্কা দিয়ে যদি অঘটন ঘটায় তার জন্য কি রেল দায়ী?
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শিনীর শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশ দিয়ে ১৪৪ ধারা জারী থাকে। রেল রেলের লাইনে চলে, অন্য কেউ রেলের সাথে ধাক্বা খাবে তার দায়িত্ব রেলের উপর যাবে, এটা যুক্তিসঙ্গত নয়। রেল কাউকে ধাক্কা দেয় না, অরেকজন এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ কর‌বে, এর দায়িত্ব রেল নেবে না।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে রেলওয়ের মহা পরিচালক ডি, এন মজুমদার, অতিরিক্ত মহা পরিচালক মঞ্জুরুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।
পরে তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শিনীর শুভ সূচনা করে পরিদর্শন করেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।