বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার দুপুরে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরুর নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, ঢাকা মহানগর উওরের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ কালু শেখ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।