Nabadhara
ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Link Copied!

 

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের শম্ভু গ্রামে এক অসহায় গৃহিনীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

৬ আগষ্ট রাতে পূর্ব শত্রুতার জেরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিদ্রস্ত আলেয়া বেগম।

অভিযোগ সুত্রে জানা গেছে, বৃদ্ধা আলেয়া বেগম বাড়িতে একা থাকেন। তার ২ সন্তান ফারুখ খন্দকার ও বাচ্চু খন্দকার চাকুরীর সুবাধে জেলার বাইরে থাকেন। বাড়িতে একা থাকায় আলেয়া বেগমের সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসছে একটি মহল। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি ও করা হয়েছে। সম্প্রতি তার বসত ঘরে আগুন দেওয়া হয়েছে। আগুনে ঘরেরে বেড়া, ছাউনি, ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আলেয়া বেগম বলেন , ঘরে আমি রাতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ প্রতিবেশিদের ডাকে ঘর থেকে বের হয়ে দেখি আমার বসত ঘরে দাউ দাউ করে আগুন চলছে। স্থানীয়রা পানি দিয়ে আগুন লিভাচ্ছে। কে বা কারা এই আগুন দিয়েছে আমি দেখি নাই। তবে আমার জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এই আগুন দেওয়া হয়েছে বলে আমি ধারনা করছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।