Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে গলায় ফাঁস নিয়ে ব্যবসায়ীর মৃত্যু !

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
আগস্ট ১১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের বি-পাটনা গ্রামে বিজয় রায় (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ১০ আগষ্ট (বুধবার) দিন গত রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মৃত বিজয় রায় পার্শ্ববর্তী বড়দিয়া বাজারের সাথী টেলার্সের স্বত্বাধিকারী গোপাল রায়ের ভাই ও ওই বাজারের সংগীতা প্রসাধনী নামীয় দোকানের মালিক এবং বি-পাটনা গ্রামের মৃত জুড়ান চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন ব্যবসায়ীক কাজ ৯ টায় বাড়ী গিয়ে ঘরে না ঢুকে বেড়ার সাথে ব্যাগে থাকা চাবি ও মোবাইল ঝুলিয়ে রেখে তার ছোট ভাইকে রাতে খাবেনা একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় এবং বিষয়টি তার স্ত্রীকেও জানাতে বলেন তিনি। স্থানীয়রা রাত ১০ টার দিকে বিজয়কে হরিমন্দিরের চায়ের দোকানে দেখেছেন বলে জানা যায়। রাতে আর ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও ফোন দিয়ে সন্ধান মেলেনি। পরদিন (আজ) সকাল ৭ টায় এক প্রতিবেশীতার পানের বরজে যাওয়ার সময় মশু মোল্যার বাড়ীর পূর্ব পাশে বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে বিভিন্ন সমিতি থেকে নেওয়া লোন পরিশোধের চাপে এ ঘটনা ঘটতে পার বলে ধারনা করছে সচেতন মহল।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলেটি সদ্য পড়াশুনা শেষ করে একটি প্রাইভেট ফার্মে চাকুরী করে ও মেয়ে সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা ও খাশিয়াল বিট অফিসার এসআই কামরুজ্জামনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।